ঢাবি প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০১৮

ভাসানীতে শিক্ষক লাঞ্ছনা

ঢাবি সাদা দলের শিক্ষকদের নিন্দা

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^দ্যিালয়ের (মভাবিপ্রবি) কয়েকজন শিক্ষককে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও তার সহযোগীদের দ্বারা লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ করে এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকরা। গতকাল মঙ্গলবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্ষমতাসীন ছাত্র সংগঠনটির শাখা সভাপতি ও তার সহযোগীরা বিশ^দ্যিালয়ের প্রচলিত বিধি ভঙ্গ করে পদার্থবিজ্ঞান বিভাগের অনুত্তীর্ণ একজন শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করেন। শিক্ষকরা তাদের এ অন্যায় ও অনৈতিক দাবি মেনে নিতে অস্বীকৃতি জানালে তাদের লাঞ্ছিত করা হয়।’ এ ঘটনার প্রতিবাদে লাঞ্ছিত শিক্ষকরা ও তাদের ৫৬ জন সহকর্মী এরই মধ্যে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলা হয়, ‘পদত্যাগকারী শিক্ষকদের স্ব স্ব পদে বহাল রেখে তাদের নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চত করার জন্য কতৃপক্ষের কাছে জোর দাবি জানাই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close