নিজস্ব প্রতিবেদক

  ০২ অক্টোবর, ২০১৮

গুলশানে দুই দিনব্যাপী হস্তশিল্প প্রদর্শনী

বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে গঠিত হয়েছে বাংলাদেশ হেরিটেজ ক্রাফ্ট ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ৫ ও ৬ অক্টোবর গুলশান-২-এর ৭১ নম্বর রোডের ১-বি বাড়িতে দুই দিনব্যাপী এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যেগুলো বিভিন্ন ধরনের হস্তশিল্পের ঐতিহ্যকে ধারণ করে এমন প্রায় ৩৫টি পণ্য প্রদর্শিত হবে।

এ প্রদর্শনী উপলক্ষে গত রোববার বাংলাদেশ হেরিটেজ ক্রাফ্ট ফাউন্ডেশনের উদ্যোগে বারিধারা

ডিপ্লোমেটিক ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাঈনউদ্দিন খান বাদল, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ইন্টারন্যাশনাল হেরিটেজ ক্রাফ্ট ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি স্যান্ড্রা এস্টেভেস তাবাজারা, বাংলাদেশ হেরিটেজ ক্রাফ্ট ফাউন্ডেশনের সভাপতি টুটলী রহমান ও ফাউন্ডেশনটির সাধারণ সম্পাাদক মডেল ও অভিনেত্রী আলিশা প্রধানসহ সংগঠনের ৩০ জন কার্যনির্বাহী সদস্য। প্রসঙ্গত, এই প্রদর্শনীতে বাংলাদেশের বাইরেও আরো পনেরোটি দেশের হস্তশিল্পের বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close