শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০১ অক্টোবর, ২০১৮

যমুনায় ধরা পড়েছে ঘড়িয়াল

শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের দুর্গমচর ভাটদিঘুলিয়া গ্রামের যমুনা নদী থেকে জেলেদের জালে ধরা পড়েছে ঘড়িয়াল। এটি ৫ ফুট লম্বা ও দেড় মণ ওজনের। গত শনিবার শেষ রাতে চৌহালি উপজেলার স্থল ইউনিয়নের নওহাটার চরে খলিল ও সুমনসহ একদল জেলে জাল দিয়ে ঘের তৈরি করে মাছ ধরার সময় তাদের জালে এ ঘড়িয়ালটি আটকা পড়ে।

জেলেরা এটিকে একটি বড় মাছ ভেবে ওপরে টেনে তোলার পর দেখে এটি একটি বিশাল আকারের ঘড়িয়াল। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘড়িয়ালটিকে একনজর দেখার জন্য ভিড় জমায়। পরে রশি দিয়ে ঘোড়িয়ালটিকে শক্ত করে বেঁধে একটি ডোবার পানিতে রাখা হয়। এ দিন সন্ধ্যায় এনায়েতপুর থানা পুলিশের সহায়তায় রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘোড়িয়ালটিকে সংগ্রহ করে রাজশাহীর পার্কের চিড়িয়াখানায় নিয়ে যান বলে যানা যায়। এ সময় সঙ্গে ছিলেন বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠনের অন্যতম সংসঠক মামুন বিশ^াসসহ অন্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close