আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ০১ অক্টোবর, ২০১৮

তালতলীতে ৮ দিনেও উদ্ধার হয়নি অপহৃত কলেজছাত্র

বরগুনার তালতলী শহরের বটতলা থেকে গত ২২ সেপ্টেম্বর নিখোঁজ হয় কলেজছাত্র সেতু চন্দ্র হাওলাদার। তিন দিন পর ২৫ সেপ্টেম্বর তার স্বজনরা থানায় ডায়েরি করেন। নিখোঁজের ৬ দিন পর পর ২৮ সেপ্টেম্বর শুক্রবার অজ্ঞাত স্থান থেকে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এখনো সেতুর কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বলছে, তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

সেতু চন্দ্র হাওলাদার উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের চান্দখালী গ্রামের সংকর চন্দ্র হাওলাদারের ছেলে। সে তালতলী উপজেলা শহরে ভাড়া থেকে তালতলী সরকারি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে।

সেতুর মা তৃপ্তি রানী জানান, গত শুক্রবার বিকালে একটি ফোন পাই, সেখানে তার ছেলে সেতু চন্দ্র হাওলাদার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। পরে ওই ফোন নম্বর দিয়েই অপরিচিত কণ্ঠে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে সম্মতি হলে ওই মোবাইল নম্বরে ম্যাসেজের মাধ্যমে জানানোর কথা বলে তারা।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মো. শহিদুল ইসলাম মুঠোফোনে জানান, এ ঘটনায় সেতু চন্দ্র হালদারের মা তৃপ্তি রানী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। বিষয়টি জরুরিভাবে খতিয়ে দেখা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close