প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

নরসিংদী ও হাটহাজারীতে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

নরসিংদীর বেলাব উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে মহিম উদ্দিন (২) নামের এক শিশুর মৃত্যু হযেছে। প্রতিনিধিদের পাঠানো খবর

নরসিংদী : নরসিংদীর বেলাব উপজলোয় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বেলাব থানার ওসি জাবদ মাহমুদ জানান, উপজেলার ইব্রাহিমপুর গ্রাম এলাকায় ব্রহ্মপুত্র নদে শনিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে বেলাব উপজেলার জঙ্গুয়া গ্রামের বাদল মিয়ার মেয়ে নীলা আক্তার (১৬), তাদের আত্মীয় ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সামিয়া (৮) ও ছেলে তামিম মিয়া (৬)।

ওসি জাবদ বলেন, এই শিশুরা ইব্রাহিমপুর গ্রামে আত্মীয়বাড়ি বেড়াতে এসেছিল। এলাকাবাসী জানান, একদল শিশু-কিশোর নদীতে নৌকায় করে ঘুরতে বের হয়েছিল। নৌকাটি হঠাৎ ডুবে গেলে কয়েকজন সাঁতার কেটে কিনরায় ওঠে। তাদের চিৎকারে এলাবাসী গিয়ে তিনজনকে উদ্ধার করে। কিন্তু ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে মহিম উদ্দিন (২) নামের এক শিশু মারা গেছে। গতকাল শনিবার উপজেলা মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকায় এ ঘটনা ঘটে। সে স্থানীয় মহি উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার মহিম উদ্দিন পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পানিতে পড়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করার পর পুকুরের পানিতে ভাসতে দেখলে উপস্থিত লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্র্তব্যরত চিকিৎসকত মৃত বলে ঘোষণা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close