সংসদ প্রতিবেদক

  ১৯ সেপ্টেম্বর, ২০১৮

লন্ডনে চিকিৎসাধীন

সংসদ থেকে টানা ৯০ দিনের ছুটিতে সৈয়দ আশরাফ

অসুস্থতাজনিত কারণে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ৯০ দিনের জন্য ছুটি নিয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি আছেন। গতকাল মঙ্গলবার থেকে পরবর্তী টানা ৯০ বৈঠক বা কার্যদিবসের জন্য তার এই ছুটি মঞ্জুর করেছে জাতীয় সংসদ। গতকাল জাতীয় সংসদে সৈয়দ আশরাফের পক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ছুটির আবেদন করেন চিফ হুইপ আ স ম ফিরোজ। পরে সর্বসম্মতিক্রমে তার ছুটি মঞ্জুর করা হয়। স্পিকার ছুটির আবেদন সংসদে পড়ে শোনান। চিঠিতে বলা হয়, সৈয়দ আশরাফ অসুস্থ থাকায় সংসদ অধিবেশনে যোগ দিতে পারছেন না। বর্তমানে তিনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে ভর্তি আছেন। গত সোমবারও তার একটি অস্ত্রোপচার হয়েছে। তার সুস্থ হতে আরো অনেক দিন সময় প্রয়োজন হবে। এই অবস্থায় গতকাল থেকে আগামী ৯০ বৈঠকের জন্য ছুটির আবেদন করা হয়।

এ সময় স্পিকার ছুটি মঞ্জুরের বিষয়ে সংসদের কার্যপ্রণালী বিধির বিধান তুলে ধরে বলেন, কোনো সদস্যের অনুপস্থিতির জন্য ছুটির আবেদন করলে তা সংসদে পাঠ করে শোনানোসহ বিতর্ক ছাড়া ভোটে দেওয়ার বিধান রয়েছে। তিনি সৈয়দ আশরাফের ছুটির বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করতে সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান। প্রসঙ্গত, কোনো সংসদ সদস্য স্পিকারকে না জানিয়ে একটানা ৯০ দিন সংসদের বৈঠকে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল করার বিধান রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close