মৌলভীবাজার প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

মানবতাবিরোধী অপরাধী আনিছের মৃত্যু

ফাঁসির আদেশপ্রাপ্ত মৌলভীবাজারের রাজনগর উপজেলার পলাতক মানবতাবিরোধী অপরাধী আনিছ মিয়া (৮৫) মারা গেছেন। গতকাল সোমবার ভোরে সিলেটের অজ্ঞাত স্থানে তার মৃত্যু হলে পরিবার তা গোপন রাখে। পরে দুপুর দেড়টায় মরদেহ গ্রামের বাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিমভাগে আনা হলে তা জানাজানি হয়।

পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামসুন নূর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক অবস্থায় আনিছ মিয়া কোথায় মারা গেছেন, তা আমরা সঠিক জানি না, পরিবারও কিছু বলেনি। তবে শুনেছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক আত্মীয়ের বাড়িতে ছিলেন তিনি।

রাজনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, আমরা খবর পেয়ে তার গ্রামের বাড়িতে পুলিশ পাঠিয়েছি। পুলিশের উপস্থিতিতে দাফন করা হয়েছে।

জানা যায়, চলতি বছরের ১০ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল রাজনগর উপজেলার মানবতাবিরোধী অপরাধী আনিছ মিয়াকে ফাঁসির দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close