নাটোর প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

নাটোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত মাদক কারবারি

নাটোরের বড়াইগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিরাজ উদ্দিন নামে এক মাদক ব্যাবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। নিহত সিরাজ উদ্দিন উপজেলার বালিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক কারবারি। গত রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাটাশকোল গ্রামে এই ঘটনা ঘটে।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোরের ক্যাম্প কমান্ডার এএসপি আজমল হোসেন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বড়াইগ্রামের বিভিন্ন এলাকা টহল শেষে টহল টিম নাটোর ফিরছিল র‌্যাব-৫ এর একটি টিম। পথে কাটাশকোল গ্রামের একটি নির্জন স্থানে কয়েকজন মানুষকে দেখতে পেলে র‌্যাবের টহল টিম গাড়ি ঘুরিয়ে ওই লোকজনদের দিকে এগোতে থাকে। এ সময় তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি শুরু করলে একজন গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। পরে বড়াইগ্রাম থানা পুলিশ লাশটি এলাকার চিহ্নিত মাদক কারবারি সিরাজ উদ্দিনের বলে শনাক্ত করে। তার বিরুদ্ধে নাটোরের বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close