আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

বললেন ইমরান খান

বাংলাদেশ ও আফগান বংশোদ্ভূতরা পাকিস্তানের নাগরিকত্ব পাবেন

পাকিস্তানে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূতদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এই একই সুযোগ পাবেন সেদেশে আফগান বংশোদ্ভূতরাও। আফগানিস্তান থেকে আসা শরণার্থী ও তাদের পোষ্যরাও আসবে এই সুবিধার আওতায়। তাদের দেওয়া হবে পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট। সরকারের দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রথমবারের মতো গত রোববার করাচি সফরে গিয়ে এ কথা বলেন। এছাড়া করাচিকে নিয়ে করা মাস্টার প্লানেরও ঘোষণা দেন তিনি। খবর বিবিসি ও দ্য ডন অনলাইনের।

ইমরান খান বলেন, এই মেট্রোপলিটন শহরে কয়েক লাখ অনিবন্ধিত বাংলাদেশি বংশে এবং আফগান বংশের মানুষ বসবাস করছেন। শহরটিতে নেই কোনো সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। ওইসব বাংলাদেশি বংশের এবং আফগান বংশের লোকরা পাননি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট। এজন্য তারা কোনো চাকরি পান না। এ সমস্যা দূর করতে হবে। সবাইকে শান্তিতে বসবাস করার সামাজিক পরিবেশ সৃষ্টি করতে হবে। করাচিতে শিক্ষা ও চাকরির সুযোগ না থাকায় গরিব শ্রেণির মানুষ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত হচ্ছেন। এটি তাদের ওপর এক ধরনের জুলুম যা বন্ধ হওয়া প্রয়োজন। চলমান এই সামাজিক সমস্যা নিরসনের জন্য বাংলাদেশি ও আফগান অভিবাসী এবং শরণার্থীদের সন্তানরা পাকিস্তানি নাগরিকত্ব ও পাসপোর্ট পাবেন। এ সময় সিন্ধু মেট্রোপলিটনের রাস্তায় ব্যাপকহারে অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close