সুনামগঞ্জ প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

লাঙ্গলে ভোট দেন দেশে সহিংসতা হবে না : এরশাদ

লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘লাঙলকে ভোট দেন, লাঙ্গলকে ক্ষমতায় আনেন, দেশে সহিংসতা হবে না, রাজনৈতিক সংঘাত-সংর্ঘষে একজন মানুষও মরবে না।’ গতকাল রোববার বেলা ২টার দিকে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি আরো বলেন,

‘জাতীয় পার্টি শান্তিতে বিশ্বাস করে। হিংসায় বিশ্বাস করে না, প্রতিহিংসায় বিশ্বাস করে না। দেশের মানুষ সেটা জানেন। ক্ষমতার পালা বদল হয় মানুষ কিছু পায় না। পালা বদলের রাজনীতি আমরা চাই না। আমরা পরিবর্তন চাই। আর পরিবর্তন দিতে পারে জাতীয় পার্টি।’

এ সময় আগামী নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনের জন্য বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন এরশাদ। দলীয় সম্মেলনে সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, ‘দেশে মানুষের জীবনের নিরাপত্তা নেই। কত মানুষ খুন-গুম হয়েছে, তার হিসাব নেই। যুবকদের চাকরি নেই। সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ পরিবর্তন চায়। মানুষ জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় চায়।’

এরশাদ আরো বলেন, ‘সম্প্রতি আওয়ামী লীগ নেতা তোফায়েল সাহেব বলেছেন যে, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে এক লাখ মানুষ মারা যাবে। এই বিষয়ে আমি একটি কথা বলতে চাই। লাঙলকে ভোট দেন, লাঙলকে ক্ষমতায় আনেন, সহিংসতায় একজন মানুষও মরবে না।’

জেলা জাপার সভাপতি পীর ফজলুর রহমান মিসবাহর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন দলটির মহাসচিব এ বি এম রহুল আমীন হাওলাদার এমপি, কাজী ফিরোজ রশিদ চৌধুরী এমপি, ব্যারিস্টার ইয়াহিয়া চৌধুরী এমপি, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদসহ জেলা জাতীয় পার্টির স্থানীয় নেতারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close