মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

জানাজা নামাজের আগে তাজুল ইসলাম এমপি

মুক্তিযোদ্ধাদের বিনা পয়সায় সেবা দিতেন মফিজ ডাক্তার

বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, আমার মামা ডাক্তার মফিজুর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আহত ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়েছেন। কোনো মুক্তিযোদ্ধা আহত কিংবা অসুস্থ অবস্থায় মামার কাছে গেলে তিনি পয়সা ছাড়াই তাদের চিকিৎসাসেবা দিতেন। মুক্তিযোদ্ধা কমান্ডার ও অন্য মুক্তিযোদ্ধারা মামার কাছ থেকে চিকিৎসা নেওয়ার কথা স্বীকার করেন। এ মানুষটি আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন। কিন্তু মুক্তিযুদ্ধে তার অবদান আমরা কোনোদিন ভুলব না। গতকাল রোববার সকালে মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও উচ্চবিদ্যালয় মাঠে ডাক্তার মফিজুর রহমানের জানাজার নামাজের আগে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম এমপি বলেন, আমার মামা ছোট বেলায় আমাকে অনেক আদর করতেন। আমি আল্লাহর কাছে তার জীবনের সমস্ত গুনাহ মাফ চেয়ে তাকে জান্নাত নসিব করার প্রার্থনা করছি। এ সময় জানাজায় উপস্থিত মুসল্লিদের কাছে মামার জন্য দোয়া কামনা করেন তিনি।

এর আগে গত শনিবার রাত ৮টায় মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরীর বাবা ডাক্তার মফিজুর রহমান (১১৫) নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৪ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাজার নামাজ পরিচালনা করেন মরহুমের দৌহিত্র হাফেজ রিদওয়ান আহমেদ শিশির। তার জানাজায় অংশ নেন লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, লাকসাম পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্যাহ কায়েস, সাধারণ সম্পাদক মহব্বত আলী, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ মনোহরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম শাখাওয়াত হোসেন, শিক্ষা কর্মকর্তা মইনুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা হানিফ মিয়া, মনির হোসেন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বকর মিয়াজী, মনোহরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, মনির হোসেন হেলাল, সাংগঠনিক সম্পাদক দেলো য়ার হোসেন ভেন্ডর, আবুল কালাম আজাদ, আবুল বাশার মজুমদার, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কমান্ডার আবদুল আজিজ, শিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর আবদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার শাহজাহান, ডাক্তার মোক্তার হোসেন, এনায়েত উল্যাহ, চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি, আবদুল মন্নান, কামাল হোসেন, জিয়াউর রহমান শাহিন জিয়া, মোস্তফা কামাল, মহিন উদ্দিন চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস এম শেখ কামাল, আওয়ামী লীগ নেতা হাজী অহিদ উল্যাহ পাটোয়ারী, আবদুল হালিম, আবুল আয়েস ভূঁইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জানে আলম, আমির হোসেন, কামাল হোসেন, মহি উদ্দিন, পঞ্চগ্রাম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, উপাধ্যক্ষ আবদুল কুদ্দুস হিলালী, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের প্রভাষক মোফাজ্জল হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ বাবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম কাদের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, নজরুল ইসলাম পাটোয়ারী সোহেল, যুবলীগ নেতা জসীম উদ্দিন, মাসুদ ওয়াসিম, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ছাত্রলীগ নেতা শিমুল খাঁন, আজিম উদ্দিন বাহারসহ এলাকার সর্বস্তরের জনগণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close