আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

ওয়াশিংটনে ফিলিস্তিনি মিশন বন্ধ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ফিলিস্তিনের কূটনৈতিক মিশন বন্ধ করে দিয়েছে। তবে এই বন্ধ ক্ষণস্থায়ী হবে বলে মতপ্রকাশ করেছেন বিশ্লেষকরা। বিবিসি গতকাল শুক্রবার এ খবর জানায়।

ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ফিলিস্তিনিদের চাপের মুখে রাখার লক্ষ্যে গত সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা মিশনটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা সৃষ্টির এটি ছিল সর্বশেষ ঘটনা। গত ডিসেম্বরে ট্রাম্প ইসরায়েলের রাজধানী হিসেবে বিতর্কিত নগরী জেরুজালেমকে স্বীকৃতি দেওয়ার পর ফিলিস্তিন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

প্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে হওয়া প্রথম অসলো চুক্তির ২৫তম বার্ষিকীতে মিশনটি বন্ধ করে দেওয়া হলো। তাদের মধ্যে দশকের পর দশক ধরে চলা সংঘাত নিরসনে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল এ চুক্তিতে। সম্পর্কের তিক্ততার কারণে তাদের মধ্যে শান্তি আলোচনা এখন স্থবির হয়ে পড়েছে।

এদিকে ওয়াশিংটনে ফিলিস্তিনি মিশন বন্ধে যুক্তরাষ্ট্রের এমন ‘দুঃখজনক ও প্রতিহিংসাপূর্ণ’ পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি নেতারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close