ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ১৪ সেপ্টেম্বর, ২০১৮

ভাষাসৈনিক একামত আলী তালুকদার আর নেই

ভাষাসৈনিক একামত আলী তালুকদার (৯২) আর নেই। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকায় খিলক্ষেতে প্রথম জানাজা, কর্মস্থল ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা এবং তার নিজ গ্রাম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ও এস ফাজিল মাদ্রাসা মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয় এই ভাষা সংগ্রামীকে। তার জানাজায় শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

প্রসঙ্গত, ১৯৫২ সালে ভাষা আন্দোলনে ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রনেতা আবদুল মতিন ও রওশনারা বাচ্চুকে সঙ্গে নিয়ে তিনি ১৪৪ ধারা ভঙ্গ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close