শরীয়তপুর প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

গৃহবধূ তানু হত্যা মামলায় তিনজনের ফাঁসির রায়

শরীয়তপুরে গৃহবধূ সামসুন নাহার তানুকে ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আবদুস ছালাম খান এ রায় দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেনÑ শরীয়তপুর সদর উপজেলার মধ্য চরোসুন্ধি গ্রামের আবদুল কাদের তালুকদারের ছেলে রেজাউল করিম সুজন তালুকদার (২৪), একই গ্রামের মজিবুর রহমান প্যাদার ছেলে সাইফুল ইসলাম প্যাদা (২২) ও আবদুল মান্নান মাতব্বরের ছেলে দুলাল মাতব্বর (২২)। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি মির্জা হজরত আলী এবং আসামিপক্ষে ছিলেন শাহ্ আলম। মামলার বিবরণ থেকে জানা গেছে, শরীয়তপুর পৌরসভার দ?ক্ষিণ বালুচড়া গ্রা?মের ইচাহাক মোল্লার স্ত্রী সামসুন নাহার তানু? ২০১৪ সালের ১৭ আগস্ট বি?কেলে বাড়ি থেকে প্রাইভেট পড়?তে বের হয়। এরপর আর সে বাসায় ফেরেনি। এ ঘটনায় পরদিন শরীয়তপুর ম?ডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। প?রে প্রযু?ক্তির সহায়তায় রেজাউল ক?রিম সুজন তালুকদার না?মে এক যুবক?কে আটক ক?রে পু?লিশ। প্রাথ?মিক জিজ্ঞাসাবা?দে সুজন স্বীকার ক?রে যে, তানু?কে সাইফুল ইসলাম ও দুলাল ফুস?লি?য়ে নি?য়ে যায়। প?রে সুজন তা?কে বি?ভিন্ন স্থা?নে নি?য়ে ধর্ষণ ক?রে। এরপর তিনজন মিলে ১৮ আগস্ট সদর উপজেলার ধানুকা গ্রামের নাসির উদ্দিন কালু সরদা?রের বা?ড়ির পেছ?নের বাগা?নে নিয়ে তা?নুকে হত্যা ক?রে। প?রে ইট বেঁধে লাশ পা?শের ডোবায় ফেলে দেয়।

এরপর ২২ আগস্ট তানুর লাশ উদ্ধার ক?রে পু?লিশ। এ ঘটনায় তানুর ভাসুর আবুল কা?শেম মোল্লা থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ১২ ডি?সেম্বর তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বিচারক ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল মামলায় রায় দেন। এ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি রেজাউল ক?রিম সুজন তালুকদার জা?মিন নি?য়ে পলাতক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close