চট্টগ্রাম ব্যুরো

  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

সাকার প্রধান সহযোগীর সাজা

যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসিতে দন্ডিত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর প্রধান সহযোগী বিধান বড়–য়াকে অস্ত্র আইনের একটি মামলায় ১০ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এই রায় ঘোষণা করেন।

দন্ডিত বিধান বড়–য়া বর্তমানে চট্টগ্রাম কারাগারে আছেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের আঁধারমানিক বড়–য়াপাড়ায়। ১৯৯১ সালের পর তিনি নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে রাউজান ও আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন জানান, ২০১১ সালে বিধানের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির পাশে পুকুরপাড়ের মাটি খুঁড়ে একটি জি-থ্রি রাইফেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১১ সালের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০১২ সালের ১৬ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ১৪ জনের মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বিধানকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close