চট্টগ্রাম ব্যুরো

  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

চট্টগ্রামে বিএনপি কার্যালয় ভাঙচুর করেছে ছাত্রদল

চট্টগ্রামে দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে বিএনপি অফিসে ভাঙচুর চালিয়েছে পদবঞ্চিত ছাত্রদল নেতারা। গতকাল বুধবার দুপুরে নগরীর নিউমার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সম্প্রতি কমিটি ঘোষণা নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বিরোধ সৃষ্টি হয়। এরই মধ্যে পদধারী ও পদবঞ্চিতরা কয়েক দফা পাল্টাপাল্টি কর্মসূচিও ঘোষণা করেছে। এরই মধ্যে বুধবার সকালে ছাত্রদলের কিছু নেতাকর্মী দোস্ত বিল্ডিংয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি অফিসের তালা ভেঙে সেখানে অনশন কর্মসূচি পালন করেন। তাদের নেতৃত্বে ছিলেন নবগঠিত দক্ষিণ জেলা ছাত্রদলের অব্যাহতিপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ইকবাল হায়দার চৌধুরী, পটিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি জমির উদ্দীন মানিক ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দীন।

দুপুরে কর্মসূচি শেষ করে ফিরে যাওয়ার সময় পদবঞ্চিত ছাত্রদল নেতারা অফিসের চেয়ার ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে অফিসের গেটে নতুন দুইটি তালা লাগিয়ে চলে যান। ঘটনার সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা নগরীর চাক্তাইয়ে মান্নান টাওয়ারের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন। সেখানে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা ছিলেন। কর্মসূচি শেষ হওয়ার পর নেতারা তাদের কার্যালয়ে হামলার খবর পান।

জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেন, হামলাকারীরা আওয়ামী লীগের দালাল। বিএনপি কর্মী হলে এভাবে দলীয় কার্যালয়ে ভাঙচুর করতে পারে না। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করেছে।

অভিযোগ অস্বীকার করে দক্ষিণ জেলা ছাত্রদলের অব্যাহতিপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ইকবাল হায়দার চৌধুরী বলেন, তালা ভেঙে ভাঙচুর করার বিষয়টি সত্য নয়।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close