আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ সেপ্টেম্বর, ২০১৮

মিসরে ব্রাদারহুডের ৩ নেতাসহ ৭৫ জনের ফাঁসির রায়

মিসরের সাবেক প্রেসিডেন্ট ?েমাহাম্মদ মুরসির সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ার সময় সহিংসতার ঘটনায় মুসলিম ব্রাদারহুডের ৩ নেতাসহ ৭৫ জনের ফাঁসির রায় দিয়েছে দেশটির আদালত। গতকাল শনিবার এই রায় দিয়েছে কায়রোর একটি ফৌজদারি আদালত। সশস্ত্র হামলা চালিয়ে দেশটির ৪০ পুলিশ সদস্যকে হত্যাসহ নানা অপরাধে এই দন্ড দেওয়া হলো। রায়ে মুসলিম ব্রাদারহুডের ৭ শতাধিক সমর্থক নানা মেয়াদে দন্ডিত হয়েছেন।

২০০৩ সালের ওই ঘটনায় ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বাদি, এসাম এল-এরিয়ান ও মোহাম্মদ বেলত্যাগীসহ ৭৫ জনের মৃত্যুদন্ড এবং ৪৭ জনকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দিয়েছেন আদালত। এদিকে, রায়ের প্রতিক্রয়ায় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে অন্যায় এবং মিসরের সংবিধানের অবমাননা বলে মন্তব্য করেছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালের জুলাই মাসে দেশটির সেনাবহিনীর প্রধান এবং বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ক্ষমতাচ্যুত করেন। এরপর নিজে প্রেসিডেন্ট হন তিনি। সংবাদ মাধ্যম জানায়, মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর কায়রোর রাবা আল-আদাইয়া স্কয়ার থেকে বিক্ষোভের শুরু হয়। পরে তা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় শ শ মানুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনবিরোধী কর্মকান্ড এমনকি হত্যার অভিযোগও আনা হয়। আন্দোলনকে সশস্ত্র হামলা উল্লেখ করে মিসরের সরকার দাবি করে, হামলায় ৪০ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। এরপরই কর্তৃপক্ষ মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close