গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

জাফলংয়ের পিয়াইন নদে নৌকাবাইচ

সিলেটের গোয়াইনঘাটের বাংলাবাজার সংলগ্ন পিয়াইন নদে বর্র্ণাঢ্য আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা হয়েছে। এ প্রতিযোগিতা ঘিরে এলাকাজুড়ে দেখা যায় উৎসবের আমেজ। বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার মানুষ নৌকাবাইচ উৎসবে যোগ দেয়। গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন পিয়াইন নদে গতকাল শুক্রবার বিকালে জাফলং ইঞ্জিন নৌকা মালিক সমিতি ও এলাকাবাসী আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্ধোধন করেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ৩নং পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, পূর্ব জাফলং আওয়ামী লীগের আহ্বায়ক মো. মিনহাজুর রহমান, হাজী নজরুল শিকদার, ইব্রাহিম খান, মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, মোতালেব হোসেন খান বাহাদুর, এনায়েত হোসেন লেবু, মো. লোকমান শিকদার, ব্যাবসায়ী ইয়াকুব আলী, আবদুর রব কালু মিয়া, আবদুর রাজ্জাকসহ আরো অনেকেই। নৌকাবাইচ প্রতিযোগিতায় ১৩টি নৌকা দল অংশ নেয়। প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতারণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করতে কড়া রোদ উপেক্ষা করে নদের দুই পাশে শত শত নারী-পুরুষ ও শিশু-কিশোর উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close