নিজস্ব প্রতিবেদক

  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

বঙ্গবন্ধুকে নিয়ে গোয়েন্দা প্রতিবেদনের সংকলনের মোড়ক উন্মোচন আজ

বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানি আমলের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সংকলিত ‘সিক্রেট ডকুমেন্টস অব ইনটেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্ট।

আজ শুক্রবার বিকালে গণভবনে এ অনুষ্ঠানে ১৪ খ-ের এই সংকলনের প্রথম খ-ের মোড়ক উন্মোচন করবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৪৮ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিদিনের কর্মকা- পর্যবেক্ষণ করে প্রতিবেদন তৈরি করত পাকিস্তানের ইনটেলিজেন্স ব্রাঞ্চ (আইবি)। দীর্ঘ ২৩ বছরের সেসব গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ১৪ খ-ের এই সংকলন প্রকাশ করছে হাক্কানী পাবলিশার্স। প্রকাশক আশা প্রকাশ করেছেন এই বই পড়ে পাঠকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close