নিজস্ব প্রতিবেদক

  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

সবাইকে কাজের সুযোগ দিলে এগিয়ে যাবে দেশ

প্রতিমন্ত্রী মান্নান

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের মাঝে দল নিয়ে মতপ্রার্থক্য আছে। তবে দেশের উন্নয়ন নিয়ে কারো মতভেদ নেই। দেশে আরো উন্নয়নের ক্ষেত্রে গার্মেন্টস শ্রমিক, শিল্প উদ্যোক্তাসহ সবাইকে কাজের সমানভাবে সুযোগ দিতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে। তবে আমরা যদি নিজেদের পায়ে কুড়াল না মারি তাহলে দেশ একদিন উন্নতির শিখরে পৌঁছে যাবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মিলনায়তনে ‘ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ে স্থানীয় উদ্যোক্তাদের সমস্যা, সমাধান এবং টুল ইনস্টিটিউট এর মাধ্যামে সহযোগিতা’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্ম উদ্দীপনা ও আশা নিয়ে বড় হচ্ছে। অর্থনৈতিক স্বাবলম্বী হতে তারা নিজেরাই কর্মপরিকল্পনা তৈরি করছে। কেউ আবার গার্মেন্টস, শিল্প-কারখানা দিয়ে উদ্যোক্তা হচ্ছে। এখন শুধু তাদের দরকার সঠিক প্রশিক্ষণ। প্রশিক্ষণ পেলেই নতুন প্রজন্ম দেশের অর্থনৈতিক চাকাকে আরো শক্তিশালী করবে।

কর্মশালায় বিটাকের মহাপরিচাল ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল হালিম ও পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের প্রধান মো. আবদুল আহাদ। গেস্ট অব অনারের বক্তব্য দেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আবদুর রাজ্জাক। কর্মশালার শুরুতে প্রবন্ধ উপস্থাপন করেন টুল ইনস্টিটিউট প্রকল্প পরিচালক ড. ইহসানুল করিম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close