চট্টগ্রাম ব্যুরো

  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

বাঁশখালীতে হাতির আক্রমণে বৃদ্ধা নিহত এলাকায় আতঙ্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন এক যুবক। গতকাল বৃহস্পতিবার ভোররাতে পুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড রাধামুড়া এলাকায় এই ঘটনা ঘটে। মরিয়ম বেগম (৬১) পুকুরিয়া ইউনিয়নের রাধামুড়া এলাকার ছিদ্দিক আহমদের স্ত্রী। আহত শফিকুল ইসলাম (৩৫) একই এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোররাতে হাতির একটি পাল লোকালয়ে প্রবেশ করে। তখন হাতির আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। এ সময় বাড়ির বাইরে ছেলেকে খুঁজতে গিয়ে মরিয়ম বেগম হাতির পায়ে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই সময় হাতির আক্রমণে গুরুতর আহত হন শফিকুল ইসলাম নামের এক যুবক। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান বাঁশখালী থানার ওসি সালাউদ্দিন হীরা। স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ বলেন, পুকুরিয়া ও সাধনপুরে হাতির দল মাঝে মধ্যেই বাড়িঘরে হানা দেয়। বনবিভাগ ও এলাকাবাসী তাদের থামাতে পারছে না। মানুষ এখন হাতি আতঙ্কে রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close