নিজস্ব প্রতিবেদক

  ২১ আগস্ট, ২০১৮

অদক্ষতায় প্রতি বছর নষ্ট হচ্ছে শত কোটি টাকার চামড়া

শুধু শ্রমিকদের অদক্ষতার কারণেই দেশে প্রতিবছর নষ্ট হচ্ছে শত কোটি টাকার চামড়া। ট্যানারি মালিকরা বলেছেন, এ জন্য চামড়া রফতানিতে কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছেন না তারা। ট্যানারি শ্রমিকদের প্রশিক্ষণ দিতে সরকারকে এখনই উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। বিশেষজ্ঞরা বলেছেন, শুধু ট্যানারিতেই নয়, দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে পাদুকা শিল্পেও।

কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে গোলাম সারোয়ারের অভিজ্ঞতা ২২ বছরের। পুঁথিগত শিক্ষা কিংবা প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণ না থাকলেও, বছরের পর বছর শুধু অভিজ্ঞতাকে পুঁজি করেই চামড়া শিল্পে শ্রম দিচ্ছেন এমন প্রায় ৬৫ হাজার শ্রমিক। পরিসংখ্যানে দেখা যায়, শ্রমিকদের অদক্ষতার কারণে প্রতিবছর নষ্ট হয় শত কোটি টাকার চামড়া। এ জন্য, প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের কোনো ব্যবস্থা না থাকাকেই দায়ী করছেন শ্রমিকরা।

দক্ষ শ্রমিকের অভাবে চামড়া খাতের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না বলে জানায় ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানারস অ্যাসোসিয়েশন (বিটিএ)। শুধু ট্যানারিতেই নয়, পরিকল্পনা-মাফিক পাদুকা শিল্পের শ্রমিকদেরকেও প্রশিক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, দক্ষ শ্রমিক যদি থাকত, তাহলে উৎপাদনটা ৫০ কোটি বর্গফুট করতে পারতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সবুর আহমেদ বলেন, দক্ষ জনবল হিসেবে যদি তাদের তৈরি করতে পারি তাহলে এটার ইনকাম গার্মেন্টস-এর ইনকামকে ছাড়িয়ে যেতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close