চট্টগ্রাম ব্যুরো

  ১৫ আগস্ট, ২০১৮

দুদক কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজিতে সাবেক ব্যাংক কর্মকর্তা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে চট্টগ্রাম সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি করার সময় রেজাউল ইসলাম চৌধুরী নামে এক প্রতারককে গ্রেফতার করেছে দুদক। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আদালত ভবনের প্রবেশমুখে সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটকের পর দুদকের হাতে তুলে দেন।

গ্রেফতার রেজাউল ইসলাম চৌধুরী সাউথইস্ট ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকটির সীতাকুন্ডের মাদাববিবিরহাট শাখার প্রধান ছিলেন। এখন তিনি অবসর নিয়েছেন। তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুদক কর্মকর্তা সেজে সাব-রেজিস্ট্রি অফিসে যান রেজাউল। এ সময় ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন তিনি। আচরণে সন্দেহ হলে রেজাউলকে দুদকের আইডি কার্ড দেখাতে বলেন কর্মকর্তা-কর্মচারীরা। তিনি আইডি কার্ড না দেখিয়ে পালানোর চেষ্টা করলে কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করে দুদকে খবর দেন। পরে দুদক এসে তাকে নিয়ে যায়। এ ঘটনায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close