সিলেট প্রতিনিধি

  ১৩ আগস্ট, ২০১৮

কমিটি নিয়ে দ্বন্দ্বে সিলেটে ছাত্রদল নেতা রাজু খুন!

সিলেট সিটি করপোরেশনের পুননির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বিজয় মিছিল শেষে বাসায় ফেরার সময় নিজ দলের কর্মীদের হামলায় নিহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু।

গত শনিবার রাত ৯টার দিকে আরিফুল হক চৌধুরীর বাসার পাশে কুমারপাড়া পয়েন্ট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ খুনের পেছনে সিটি নির্বাচনের আগে গঠন হওয়া সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটির মধ্যকার দ্বন্দ্ব-বিরোধ কাজ করেছে বলে জানিয়েছে স্থানীয়রা। কমিটি গঠনের পরে দুইভাগে ভাগ হয়ে যায় সিলেট ছাত্রদল। এক পক্ষ কমিটির পক্ষে আরেক পক্ষ বিপক্ষে। নির্বাচনের আগে দুইপক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া এমনকি ছোটখাটো সংঘর্ষের ঘটনাও ঘটে। জানা গেছে- এই কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরেই কুমারপাড়ায় ছাত্রদল নেতা রাজুর ওপর হামলা চালানো হয়েছে। নিহত রাজু সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্নার সহকর্মী। তারা ছাত্রদলের নবগঠিত কমিটির বিপক্ষে অবস্থান করছিল। অপরদিকে, হামলাকারীরা মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রকিব চৌধুরীর সমর্থক বলে দাবি খুন হওয়া রাজুর সহকর্মীদের। আবদুর রকিব ও তার কর্মীরা নবগঠিত ছাত্রদলের কমিটির পক্ষে ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিসিকের মেয়র হিসেবে আরিফুল হক পুনরায় নির্বাচিত হওয়ায় বিজয় মিছিল নিয়ে আরিফের বাসার সামনে আসেন ছাত্রদল নেতা কর্মীরা। এ সময় ছাত্রদল কমিটির নেতাকর্মীরা পদবঞ্চিত ছাত্রদলের কর্মীদের লক্ষ করে গুলি ছুড়েন। এ ঘটনায় ছাত্রদলের পদবঞ্চিত ৩ কর্মী আহত হয়েছেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close