প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ আগস্ট, ২০১৮

সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সারা দেশে চলছে বিশেষ ট্রাফিক সপ্তাহ। এর মধ্যেও থেমে নেই চালকদের বেপরোয়া গাড়ি চালানো। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গত বৃহস্পতিবার লালমনিরহাটে ট্রাকচাপায় অটো রিকশার চালকসহ ৩ জন, খাগড়াছড়িতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

লালমনিরহাট : লালমনিরহাটে ট্রাকচাপায় অটো রিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ অটো রিকশা চালক আফজার হোসেন (২৬), লালমনিরহাট সাব রেজিস্ট্রার অফিসের কর্মচারী মোতালেব হোসেন (৫৪) ও জাহাঙ্গীর আলম (৪৫)।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, রংপুর-বুড়িমারী মহাসড়কের লালমনিরহাট শহরের বিডিআর ক্যান্টিন এলাকায় একটি পাথর বোঝাই ট্রাক রিকশায় ধাক্কা দিলে রিকশাটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে পড়ে যায়। এ সময়

রিকশার চালকসহ ৩ জন ঘটনাস্থলেই মারা যায়। মাথা ও মুখমন্ডল থেঁতলে যাওয়ায় নিহত ৩ জনকেই চেনা যাচ্ছিল না।

ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে লালমনিরহাট-রংপুর মহাসড়ক হয়ে পালাতে গিয়ে লালমনিরহাট-ঢাকা বাসটার্মিনালে আরো একটি আটোরিকশায় ধাক্কা দিলে আটো চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে অটো চালক জুয়েলের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

পরে ঘাতক ট্রাকটিকে ধাওয়া করে প্রায় ৮ কিলোমিটার দূরে মহেন্দ্রনগর নামক স্থানে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আটক করতে সক্ষম হয়। এ সময় ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়।

খাগড়াছড়ি:

খাগড়াছড়ির আলুটিলা এপিবিএন ক্যাম্প এলাকায় গতকাল শুক্রবার যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এ সময় হাফিজ উল্লাহ খোকন (২৮) নামে একজন ঘটনাস্থলে প্রাণ হারান। নিহতের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট পৌর এলাকায়। পেশায় মাছ ব্যবসায়ী খোকন বাসের ছাদ থেকে পড়ে মারা যান।

এ সময় আহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ জন ছাত্র-ছাত্রী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন ছাত্র-ছাত্রী বেড়ানোর উদ্দেশ্যে খাগড়াছড়ি আসছিল বলে জানান আহতরা।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক জসিম উদ্দিন মজুদার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘কিরণ-বর্ণিতা’ নামের লোকাল বাসটি দুর্ঘটনা কবলিত হবার খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার কাজে অংশ নিয়েছি। আহত ৯ যাত্রীকে মাটিরাঙা হাসপাতালে এবং বাকিদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাগড়াছড়ি থানার ওসি সাহাদাত হোসেন টিটো জানান, গাড়িটি আটক করা হয়েছে। চালক ও সহকারিরা পলাতক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়েকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় আবেদা খাতুন (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার ধরখার-আখাউড়া সড়কের হাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবেদা ব্রাহ্মণবাড়িয় পৌরশহরের কান্দিপাড়া মহল্লার বাসিন্দা। দরখার পুলিশ ফাঁড়ির এসআই দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close