প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১০ আগস্ট, ২০১৮

প্রথম কলাম

মৃত্যুঝুঁকি বাড়ে যেসব কারণে...

নগর সভ্যতার কারণেই মানুষের জীবনযাপন পদ্ধতি এখন অনেক বদলে গেছে। শারীরিক পরিশ্রম থেকেও সবাই দূরে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, এমন কিছু অভ্যাস আছে যেগুলো মানুষের জীবন সংক্ষিপ্ত করে দিতে পারে। যদি কারো এই অভ্যাসগুলো থাকে তাহলে তা দ্রুত পরিবর্তন করা উচিত। এনপিটিভি গতকাল বৃহস্পতিবার এ কথা জানায়।

১. অনেকেই আছেন দিনের অনেকটা সময় টিভি দেখে কিংবা কম্পিউটার স্ক্রিনে কাজ করে কাটান। অফিসের কাজ শেষে বাড়িতে ফিরেও অনেকে দীর্ঘসময় মনিটরে চোখ আটকে রাখেন। বিশেষজ্ঞরা বলছেন, কোনো ধরনের শারীরিক পরিশ্রম ছাড়া কেউ যদি দিনের পর দিন তার এই অভ্যাস ধরে রাখেন তাহলে তার মৃত্যুর ঝুঁকি অন্যদের তুলনায় বাড়ে। ২. বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ জীবনের জন্য নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। দিনে ২০ মিনিট করে সপ্তাহে অন্তত ৫ বার যারা নিয়মিত হাঁটেন, দৌড়ান, সাইকেল চালান, সাঁতার কাটেন - কিংবা এই ধরনের ব্যায়াম করেন তাহলে তারা তুলনামূলকভাবে সুস্থ থাকতে পারেন। ৩. আবার দীর্ঘ জীবনের জন্য অতিরিক্ত ব্যায়ামও ভালো নয়। বিশেষজ্ঞদের মত, অতিরিক্ত ব্যায়াম ভালোর চেয়ে শরীরের ক্ষতি করে বেশি। কারণ এর ফলে শরীরের অস্থিসন্ধিতে, বিশেষ করে হৃৎপিন্ডে চাপ পড়ে। এ জন্য ঠিক কি পরিমাণ ব্যায়াম নিয়মিত করা উচিত সেই জন্য বিশেষজ্ঞর পরামর্শও নিতে পারেন। ৪. সুস্থ থাকার জন্য নিয়মিত পর্যাপ্ত ঘুম জরুরি। গবেষকরা বলছেন, কেউ যদি খুব বেশি কিংবা কমও ঘুমায় তাহলে তার মোটা হওয়ার আশঙ্কা বাড়ে। সেই সঙ্গে হৃদরোগেরও ঝুঁকি বাড়ে। এ কারণে নিয়মিত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো জরুরি। ৫. অতিরিক্ত লবণযুক্ত খাবার উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়। আর রক্তচাপ বাড়লে হৃদরোগেরও ঝুঁকি বাড়ে। আবার অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণে চোখ, কিডনিসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে প্যাকেটজাত কিংবা ফাস্ট ফুড জাতীয় খাবার পরিহার করা উচিত। ৬. বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যাদের দাঁতের সমস্যা আছে তাদের হৃদরোগজনিত জটিলতা দেখা দিতে পারে। এ ছাড়া এই কারণে ধমনীজনিত সমস্যাও দেখা দেয়। তাই সুস্থ থাকতে নিয়মিত দাঁতের যতœ নিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close