নিজস্ব প্রতিবেদক

  ০৭ আগস্ট, ২০১৮

বিশেষ ক্ষমতা আইনে খসরু-নওমির বিরুদ্ধে মামলা

ফোনালাপের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও কুমিল্লার মিলহানুর রহমান নাওমির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন মামলা করেছে পুলিশ। এছাড়া মামলায় অজ্ঞাত আরও চারশ থেকে পাঁচশজনকে আসামি করা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর শাহবাগ থানার উপ-পরিদর্শক শামীম হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। গত রোববার সকালে কুমিল্লার বরুড়া উপজেলার দেওড়া গ্রামে ফুফুর বাড়ি থেকে নাওমিকে আটক করে ডিবি পুলিশ। অন্যদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি ও বিশেষ ক্ষমতা আইনে গত শনিবার রাত পৌনে ১১টায় সিএমপির কোতোয়ালি থানায় আরেকটি মামলা করেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দস্তগীর জাকারিয়া। জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে এক ছাত্রের অডিও ফোনালাপ ভাইরাল হয়ে দেশজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। অডিও ক্লিপটি আন্দোলনের সপ্তম দিন গতকাল শনিবার ফেসবুকে ভাইরাল হয়। ওই অডিওতে নাওমিকে ঢাকায় আন্দোলনে সক্রিয় হতে বলেন আমীর খসরু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist