নিজস্ব প্রতিবেদক

  ২৮ জুলাই, ২০১৮

মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন মোজাফফর আহমদের জন্য এ পর্যন্ত যে অর্থ খরচ হয়েছে তাও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিশোধ করা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবু নাছের জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার বিকেলে অসুস্থ মোজাফফর আহমদকে দেখতে অ্যাপোলো হাসপাতালে যান। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোজাফফর আহমদের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন বলে জানান।

ওবায়দুল কাদের বলেন, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে অসুস্থ এই প্রবীণ নেতার চিকিৎসার খোঁজ-খবর নিতে এসেছেন।

উল্লেখ্য, মোজাফফর আহমদ দীর্ঘদিন ধরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। তার বয়স হয়েছে ৯৭ বছর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist