পাবনা প্রতিনিধি

  ১৮ জুলাই, ২০১৮

ক্রেডিট ফি কমানোর দাবিতে পাবিপ্রবিতে ক্লাস বর্জন

ফটকে তালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ক্রেডিট ফি কমানোর দাবিতে ক্লাস বর্জন করেছে সাধারণ শিক্ষার্থীরা। গত সোমবার সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে প্রধান ফটক ও শ্রেণি কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে এ আন্দোলন করেন। যা গতকাল মঙ্গলবার পর্যন্ত সুরাহা করতে পারেনি কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।

শিক্ষার্থীরা জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষায় নির্ধারিত জিপিএ পয়েন্ট না পাওয়া শিক্ষার্থীদের ইয়ার ড্রপের প্রথা চালু করেছে এবং যারা মান উন্নয়ন পরীক্ষা দেয় তাদের ক্রেডিট ফি ৭৫ টাকার পরিবর্তে ৩০০ টাকা করা হয়েছে। এরই প্রতিবাদে গত সোমবার সকাল ১০টা থেকে ক্লাস বর্জন করে ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে তাদের দাবি না মানলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয় ক্লাস বর্জনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রছাত্রীদের কিছু দাবির প্রেক্ষিতে এই অনাকাক্সিক্ষত ঘটনার সৃষ্টি হয়েছে।

ডিন কমিটির আহ্বায়ক ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন মো. খাইরুল আল ইসলাম বলেন, আমরা এ বিষয়ে কাজ করছি, দেশের অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্সগুলো যাচাই করে এর সমাধান করা হবে। প্রয়োজনে আমাদের বিশ্ববিদ্যালয় অর্ডিনেন্সও আপডেট করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist