প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ জুলাই, ২০১৮

প্রথম কলাম

মহাকাশে ঘুরতে চাইলে টিকিট কাটুন

মহাকাশে ঘুরতে যাবেন? কিছুদিন আগেও এ প্রশ্ন শুনে চমকে ওঠতেন, এ তো আকাশ-কুসুম! কিন্তু এখন তা বাস্তব। কেবল দুই লাখ ডলার খরচ করার ক্ষমতা থাকলেই হলো। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ঘনিষ্ঠ দুই সহযোগী আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, বেজোসের মহাকাশযান নির্মাণকারী প্রতিষ্ঠান ব্লু অরিজিন আগামী বছর ভ্রমণপ্রেমী ব্যক্তিদের নিয়ে মহাকাশ চক্কর দিতে যাচ্ছে। এ জন্য একজনকে গুনতে হবে লাখ দুয়েক ডলার, বাংলাদেশি মুদ্রায় যা দেড় কোটি টাকার বেশি। নিউ শেপার্ড নামের রকেট ক্যাপসুল টিকিট কাটা যাত্রীদের মহাকাশে ঘুরতে নিয়ে যাবে।

বেজোসের ওই দুই ঘনিষ্ঠজন জানান, খুব শিগগির একটি দলকে পরীক্ষামূলকভাবে মহাকাশে পাঠানো হবে। তবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামী বছর থেকে।

ব্লু অরিজিন এ ভ্রমণের জন্য যে মহাকাশযানের নকশা করেছে, এতে একসঙ্গে ছয়জন বসতে পারবেন। দেখতে ক্যাপসুলের মতো এ যানে ছয়টি জানালা থাকবে, যা দিয়ে ভ্রমণকারী বাইরের দৃশ্য পর্যবেক্ষণ করতে পারবেন। এর মধ্যে এই মহাকাশযানের পরীক্ষামূলক ভ্রমণ সম্পন্ন হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist