নিজস্ব প্রতিবেদক

  ১৭ জুলাই, ২০১৮

আড়াই মাস পর অপহৃত উদ্ধার

অপহরণের আড়াই মাস পর অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি তদন্ত দল। গত রোববার গভীর রাতে রাজধানীর মহাখালীতে অভিযান চালিয়ে শহীদুল ইসলামকে (৩৩) উদ্ধার করা হয়। তিনি গত ২ মে সবুজবাগের বাসাবো থেকে অপহৃত হয়েছিলেন। এ ঘটনায় অপহরণকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- লিপি (৩৬), সুফিয়া বেগম (৫৫), আওয়াল মাস্টার (৪৮), মিন্টু (৪১), হাসি (৩০) ও সোহেল (৩২)। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ জানান, একই গ্রামের হওয়ায় আসামিরা বিভিন্ন সময় সবুজবাগে শহীদুলের বাসায় আসা-যাওয়া করতেন। একপর্যায়ে সুফিয়া বেগম শহীদুলের স্ত্রী বকুল আক্তার আঁখির কাছে ব্যবসার জন্য ৫ লাখ টাকা ধার চায়। ধার দিতে অস্বীকার করলে সুফিয়া বেগম ক্ষিপ্ত হয় এবং আঁখির ক্ষতি করবে বলে হুমকি দেয়। পরে ২ মে সকালে আঁখির স্বামী শহিদুল ইসলাম সবুজবাগের ৫১ নম্বর মধ্য বাসাবোর বাসা থেকে বের হওয়ার পর সুফিয়ার লোকজন তাকে অপহরণ করে।

পরে ভিকটিম শহিদুল ইসলামের মোবাইল থেকে তার স্ত্রী বকুল আক্তার আঁখির মোবাইলে অপহরণকারীরা ফোন করে বলে ‘তুই যদি আমাদের কথামতো ৫ লাখ টাকা চাঁদা না দিস কিংবা আমাদের কথামতো খালি স্ট্যাম্পে স্বাক্ষর না করিস, তাহলে তোর স্বামীকে খুন করে টুকরা টুকরা করে বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেব।’ এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আদালতে মামলা করেন। ওই মামলার তদন্তের সূত্র ধরে গত রোববার রাতে মহাখালী থেকে শহীদুলকে উদ্ধার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist