সিলেট প্রতিনিধি

  ১৭ জুলাই, ২০১৮

দুশ্চিন্তায় আরিফুল নির্ভার কামরান

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অনেকটা নির্ভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। তবে দলের বিদ্রোহী ও জোটসঙ্গী জামায়াতের প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় আছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। কেননা দলের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মেয়র প্রার্থী হয়েছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। এনিয়ে স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতারা বদরুজ্জামান সেলিমকে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করেও কোনো কাজ হয়নি। অবশেষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে বহিষ্কার হন সেলিম। দল ও জোটের টানাপড়েনে এবার সিটি নির্বাচনে বেশ কঠিন চ্যলেঞ্জে পড়েছেন সাবেক এই মেয়র। সিসিকের চতুর্থ নির্বাচনে কে বসছেন নগর ভবনের চালকের আসনে; কামরান না অরিফুল? তা জানতে নগরবাসীকে অপেক্ষা করতে হবে আগমী ৩০ জুলাই পর্যন্ত। তবে ভোটারা বলছেন, নগরের উন্নয়নে যিনি কাজ করবেন তারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এদিকে নগরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। সকালে থেকে রাত পর্যন্ত প্রার্থীদের বিরামহীন প্রচারণায় নগরে উৎসব-উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীদের পাশাপাশি প্রচারণায় অংশ নিচ্ছেন বিভিন্ন জেলা শহর ও কেন্দ্র থেকে আগত নেতাকর্মীরা। গতকাল সোমবার নগরের বন্দরবাজার, লালবাজার গলির মুখ, বারুতখানা, জেল রোড, ধোপাদিঘীর পাড়, পৌরবিপণি এলাকায় গণসংযোগ করেন বদর উদ্দিন আহমদ কামরান। তিনি ব্যবসায়ীসহ স্থানীয় লোকজনের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দোয়া ও নৌকা প্রতীকে ভোট চান।

এ সময় তিনি বলেন, ‘যেখানেই যাচ্ছি নগরবাসীর কাছ থেকে নৌকা প্রতীকের পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি, তাই বিজয়ের ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী।’

অপরদিকে সিলেটে আদালতপাড়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন আরিফুল হক চৌধুরী। দুপুরে আদালত এলাকায় আইনজীবীদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।

অন্যদিকে নগরে কামরানের পক্ষে গণসংযোগ করেন সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির নেতারা। এ সময় তারা নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist