সিলেট অফিস

  ১৬ জুলাই, ২০১৮

সিলেটে দিনভর গণসংযোগ

সিলেটে প্রচার-প্রচারণার ষষ্ঠ দিনে নগরের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়েছেন ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। গতকাল রোববার সকালে নগরের বন্দরবাজার মধুবন মার্কেট থেকে শুরু করে বন্দরবাজার, লালদিঘির পাড়, মহাজনপট্টি, কালীঘাট বাজার, কামালগড়, ডাকবাংলো রোডসহ বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন আরিফুল। এ সময় তিনি সবার কাছে দোয়া চান এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

অন্যদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নগরের বৃহত্তর রায়নগরের কামাল জামাল মোকাম এলাকা, দর্জিপাড়া, দপ্তরীপাড়া, রায়নগর, দর্জিবন্দসহ পার্শ্ববর্তী এলাকায় গণসংযোগ করেন। নৌকা প্রতীকে বিজয়ী করার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।

গণসংযোগকালে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি যেখানেই যাচ্ছি সেখানেই অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সিলেটবাসীর ভালোবাসায় আমি মুগ্ধ-অভিভূত।’ তিনি আরো বলেন, ‘আমার ওপর অবিচার হয়েছে, কিন্তু আমি মনোবল হারাইনি। সিলেটের উন্নয়নের স্বার্থে আমার ওপর অন্যায় অবিচার ভুলে গিয়ে প্রতিটি পাড়া-মহল্লার উন্নয়নে ঝাঁপিয়ে পড়েছি। নতুন প্রজন্মের জন্য একটি পরিকল্পিত নগর গড়ার স্বার্থে প্রয়োজনে আমি নিজের জীবন উৎসর্গ করব।’

অন্যদিকে নৌকা হচ্ছে স্বাধীনতার ও উন্নয়নের প্রতীক উল্লেখ করে কামরান বলেন, ‘যখনই নৌকার বিজয় হয়েছে, তখনই সিলেটসহ পুরো দেশে উন্নয়নের জোয়ার উঠেছে। এবারও সিটি নির্বাচনে সিলেটবাসী তাদের প্রিয় প্রতীক নৌকায় ভোট দিয়ে সিলেটকে আধুনিক নগর হিসেবে গড়তে সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি।’

অন্যদিকে কামরানের সমর্থনে গণসংযোগ করেছেন তার পুত্রবধূ ফারহানা আরমান। গতকাল বিকেলে ১৪নং ওয়ার্ডের কাস্টঘর এলাকায় সর্বস্তরের জনগণ সঙ্গে নিয়ে তিনি প্রচারণা চালান। এ সময় জনগণকে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ করেন তিনি।

এ ছাড়া নাগরিক কমিটির মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিম নগরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, আধিপত্য পেশিশক্তি নয়, সম্প্রীতির সিলেট নগর গড়তে চাই। তিনি নগরবাসীকে বাসগাড়ি প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist