চট্টগ্রাম ব্যুরো

  ১৪ জুলাই, ২০১৮

বন্যহাতির হামলায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্যহাতির হামলায় এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল শুক্রবার ভোরে বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (৭০) মোহাম্মদপুর গ্রামের মৃত আলতাফ আলীর ছেলে।

জানা যায়, ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন আব্দুর রহমান। সে সময় তার বাড়ির পাশ দিয়ে কয়েকটি বন্যহাতি যাচ্ছিল। হাতির সামনে পড়ে যান আব্দুর রহমান। একপর্যায়ে হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৈরাগ ইউনিয়ন পরিষদের সদস্য সাদ্দাম বৈরাগ বলেন, বাঁশখালীর পাহাড় থেকে কিছু হাতি আনোয়ারার দেয়াং পাহাড়ে চলে আসে। প্রতিদিন সন্ধ্যার পর হাতিগুলো বৈরাগ, বটতলী ও বারশতসহ বিভিন্ন গ্রামে খাবারের সন্ধানে বের হচ্ছে। হাতিগুলোকে অন্যত্র সরিয়ে নিতে বনবিভাগের তৎপরতা জরুরি হয়ে পড়েছে।

বনবিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বনবিভাগের কর্মীরা আনোয়ারায় প্রতিদিন যাচ্ছেন, হাতিগুলোকে নিয়ন্ত্রণে আনতে। হাতিগুলোকে অন্যত্র সরিয়ে নিতে সময় লাগবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist