প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ জুলাই, ২০১৮

প্রথম কলাম

হঠাৎ রক্তচাপ কমে গেলে যা করবেন

রক্তচাপ যদি ৯০/৬০ বা এর আশপাশে হয় তাহলে সেটাকে ‘লো ব্লাডপ্রেসার’ বা নিম্ন রক্তচাপ হিসেবে ধরা হয়। রক্তচাপ যদি অতিরিক্ত কমে যায়, তাহলে মস্তিষ্ক, কিডনি ও হৃৎপি-ে ঠিকভাবে রক্ত চলাচল করতে পারে না। অনেক সময় অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, ভয় ও স্নায়ুর দুর্বলতা থেকেও রক্তচাপ কমে যেতে পারে। এনডিটিভি গতকাল বুধবার এ সংবাদ জানায়।

রক্তচাপ কমে গেলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে ক্লান্তি, অবসাদ, অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড় করা, দৃষ্টি ঝাপসা হয়ে আসা, স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট, অতিরিক্ত ঘাম ইত্যাদি হতে পারে। গর্ভাবস্থায় হরমোনের তারতম্যের কারণেও অনেক সময় রক্তচাপ কমে যায়। রক্তচাপ কমে গেলে ঘরোয়া পদ্ধতিতে তা নিরাময় করা যেতে পারে। এক গ্লাস পানিতে দুই চা চামচ চিনি ও এক থেকে দুই চা চামচ লবণ মিশিয়ে খেয়ে নিতে পারেন। লবণে সোডিয়াম থাকায় এটি রক্তচাপ বাড়ায়। তবে ডায়াবেটিস থাকলে চিনি না খাওয়াই ভালো। কফি রক্তচাপ বাড়াতে খুবই কার্যকরী। যারা দীর্ঘদিন ধরে নিম্ন রক্তচাপ বা লো প্রেসারের সমস্যায় ভুগছেন, তারা সকালে নাশতার পর এক কাপ কফি খেতে পারেন। বিটের রস উচ্চ কিংবা নিম্ন রক্তচাপ- দুইটির জন্যই সমান উপকারী। এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এটি এক সপ্তাহ খেলেই উপকার পাওয়া যাবে। এ ছাড়া রক্তচাপ কমে গেলে বাদামও খেতে পারেন। পুদিনাপাতায় থাকা ভিটামিন ‘সি’, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও প্যান্টোথেনিক উপাদান দ্রুত উচ্চ রক্তচাপ বাড়ায়। সেই সঙ্গে মানসিক অবসাদও দূর করে। রক্তচাপ স্বাভাবিক করতে পুদিনাপাতা বেটে, মধুর সঙ্গে মিশিয়েও খেতে পারেন। এ ছাড়া মধু খেলেও রক্তচাপ স্বাভাবিক হতে সাহায্য করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist