নিজস্ব প্রতিবেদক

  ১০ জুলাই, ২০১৮

খালেদার মুক্তি নিয়ে কারো মাথাব্যথা নেই : কাদের

বিএনপি সব আন্দোলনে ব্যর্থ হয়ে কোটা সংস্কার নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার কারাগারে থাকাকে কেন্দ্র করে বিএনপি অনেকবার দেশে আন্দোলনের চেষ্টা চালিয়েছে। কিন্তু তাদের ডাকে জনগণ সাড়া দেয়নি। কারণ দেশের মানুষ এখন নির্বাচনমুখী। খালেদা জিয়ার মুক্তি নিয়ে তাদের মাথাব্যথা নেই। গতকাল সোমবার দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আন্দোলন ছাড়া বিএনপি নেত্রীকে জেল থেকে বের করা সম্ভব নয় বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে কাদের জানান, তারা মানুষ পুড়িয়ে মারার আন্দোলন করে ব্যর্থ হয়েছে। দেশের মানুষ এ ধরনের আন্দোলন প্রত্যাখ্যান করেছে। কাজেই জনগণকে সম্পৃক্ত করে যে আন্দোলন সেই আন্দোলন করতে গিয়ে তারা বারবার ডাক দিয়েছে; কিন্তু জনগণ সাড়া দেয়নি। তারা এই যে কোটা সংস্কার আন্দোলন অর্থাৎ অন্য কোনো আন্দোলনকে তারা ইস্যু করার চেষ্টা করে আসছে, তা আমরা লক্ষ করে আসছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও কোটা সংস্কারের আন্দোলনে জড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ফোন দিয়েছিলেন, এটা সবারই জানা।

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি না দিলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় বিএনপি নেতাদের এমন দাবির প্রসঙ্গে কাদের বলেন, ‘বিষয়টা তো সেটা না। আইনি প্রক্রিয়ায় বেগম জিয়া যদি বেরিয়ে আসে, তাহলে তো মুক্ত হচ্ছে। আইনি প্রক্রিয়ার বাইরে বেগম জিয়াকে মুক্ত করার অন্য কোনো পথ আমাদের জানা নেই। এখন বিএনপি বলছে, তারা আন্দোলন করে তাকে মুক্ত করবে। দেখা যাক।’

কাদের কোটা আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘আমি বলতে চাই, প্রধানমন্ত্রী যখন ঘোষণা করেছেন তখন অবশ্যই তিনি তার কথা রাখবেন। তাই আন্দোলনকারীদের অনুরোধ করব, কদিন ধৈর্য ধরে থাকার। কোটা আন্দোলনের নতুন যাত্রার সময় আমি একেবারে অসুস্থ ছিলাম। দুই দিন খবরের কাগজও পড়তে পারিনি। পরবর্তীতে যা জেনেছি-শুনেছি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে যতটা জানতে পেরেছি। এখন একটা কমিটি হয়েছে, এত দিন একটা অনিশ্চয়তা, সবাই বলছে কমিটি নেই। এখন তো একটা কমিটি মন্ত্রণালয়ের সচিবদের দিয়ে করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই কমিটি তাদের কার্যক্রমের প্রথম মিটিং হয়েছে কিছু তথ্য-উপাত্তের জন্য দেশ-বিদেশে কমপ্লেক্স এবং কমপ্লিকেটিভ বিষয়। কাজেই এ বিষয়টা হুট করে সমাধান করা যাবে না। সরকারের আন্তরিকতা সৎ ইচ্ছার সামান্যতমও কমতি নেই।’

বিএনপিকেও ভারত কিছুতেই ভরসা করবে না দিল্লিতে এইচ টি ইমামের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এইচ টি ইমাম সাহেব সম্পর্কে মিডিয়ায় যে খবর এসেছে, সেটা আমি তার সঙ্গে আলাপ করে চেক করার সুযোগটা পাইনি। কারণ তিনি নয়াদিল্লি থেকে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের একটা প্রোগ্রামে গেছেন। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। বিষয়টা তার কাছে চেক না করে কোনো কমেন্ট করা উচিত না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist