প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ জুলাই, ২০১৮

হাতের লেখা বলে দেবে আপনি কোন দেশের লোক!

আপনার হাতের লেখা দেখে জানা যাবে আপনার নাগরিকত্ব। কোন দেশের মানুষ আপনি। আপনার হাতের লেখাটি দেখে সরাসরি বলে দেওয়া যাবে কোথায় আপনি বেড়ে উঠেছেন। এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা। ধরুন আপনি একজন ভারতীয়, তবে কাউকে চিঠি লিখলেন চীনা ভাষায়। কিন্তু তাতেও লাভ নেই। কোন দেশে আপনি বড় হয়েছেন, তা নাকি সহজেই বলে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মালয়েশিয়া, ভারত, চীন, বাংলাদেশ, ইরান এই দেশগুলোকে ভিত্তি করেই গবেষণা চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। বিবিসি গতকাল রোববার এ কথা জানায়।

আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ দেশগুলোর নাগরিকদের হাতের লেখার ভিত্তিতে একটি নির্দিষ্ট গাণিতিক ফর্মুলা বা ‘অ্যালগরিদম’ বানিয়েছেন। প্রতিটি দেশ থেকে প্রথম দফায় ১০০ জন নাগরিকের হাতের লেখা বিশ্লেষণ করেছেন। সেসব তথ্য দিয়েই ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফ্টওয়্যারটি বানানো হয়েছে। নয়া এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গবেষণায় ক্লাউড অব লাইন ডিস্ট্রিবিউশন নামে একটি পদ্ধতির মাধ্যমে কোনো ব্যক্তির হাতের লেখার ওঠাপড়া (কার্ভ অ্যান্ড লাইনস) দেখেই চিনে নেওয়া যাচ্ছে তার নাগরিকত্ব। চীনের একজন নাগরিক সরলরেখায় ইংরেজি লেখবেন। তবে ভারত বা বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে রোমান হরফ বেশখানিকটা বাঁকা, এমনটাই বলছে এই গবেষণা। দেশের নিরাপত্তায় এ ধরনের গবেষণা সবচেয়ে বেশি কাজে আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist