রাঙামাটি প্রতিনিধি

  ০৯ জুলাই, ২০১৮

জাতিসংঘের ত্রাণ বিক্রি হচ্ছে রাঙামাটির বাজারে

রোহিঙ্গাদের দেওয়া জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচআর) বিভিন্ন খাদ্যসামগ্রী ও ব্যবহার্য জিনিসপত্র রাঙামাটির বিভিন্ন বাজারে বিক্রির অভিযোগ পাওয়া যায়। শহরের তবলছড়ি বাজারে রোহিঙ্গাদের দেওয়া ইউএনএইচআর-এর সিলমারা তাঁবু বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, অস্থায়ী সব দোকানের ছাউনি হিসেবে ইউএনএইচআর-এর সিলমারা তাঁবু ব্যবহার করছেন দোকানিরা। ইঞ্জিন চালিত বোর্ডের ছাদেও এর ব্যবহার লক্ষ করা যায়।

তবলছড়ি বাজারের একজন দোকানি বলেন, ‘রোজা শুরুর দিকে কিছু লোক ট্রাকে করে রোহিঙ্গাদের জিনিসপত্র নিয়ে আসত। এর মধ্যে শিশুদের খাবার, তেরপাল, ঘরের ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র রয়েছে। তারা ২-৩ সপ্তাহ পর পর জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করে আবার চলে যায়।’

তবলছড়ি বাজারের অস্থায়ী দোকানি মো. সোলেমান বলেন, ‘১২ বা ১৮ একটি তেরপাল ১১০০ টাকা বিক্রি করি। এগুলো কিছু লোক নিয়ে আসা। তাদের কাছ থেকে আমরা কিনে বিক্রি করি। খাবারের জিনিসগুলো ওরাই বিক্রি করে চলে যায়। ওদের কাছে মনে হয় এসব জিনিসপত্র রিজার্ভ থাকে।’ তাদের পরিচায় জানতে চাইলে ওই দোকানি বলেন, ‘উনারা সাতকানিয়ার লোকজন। রোহিঙ্গাদের কাছ থেকে ওইসব জিনিসপত্র কিনে নিয়ে আসেন। রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে বলেন, ‘আমি বিষয়টি জানি না। তবে খবর নিয়ে দেখব। যদি এমন ঘটনা ঘটে থাকে অবশ্যই এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist