নিজস্ব প্রতিবেদক

  ০৮ জুলাই, ২০১৮

বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না

মওদুদ

বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব না মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানান, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিএনপির সঙ্গে সরকারের সমঝোতায় আসতে হবে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের সমালোচনা করে মওদুদ বলেন, ‘আমরা আগেই বলেছি এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। খুলনা এবং গাজীপুর সিটি নির্বাচনের মাধ্যমে এই কমিশনের মুখোশ উন্মোচন হয়ে গেছে। আমরা বারবার বলছি, আগামী নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে। নির্বাচনের ৯০ দিন আগে সংসদ ভেঙে দিতে হবে এবং এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।’

গণবিস্ফোরণের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ‘সরকারকে হয় শান্তিপূর্ণ সমঝোতায় আসতে বাধ্য করা হবে, আর না হয় অতীতে যে ধরনের কর্মসূচির মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে তা করতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist