শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ২৫ জুন, ২০১৮

গাজীপুরে জঙ্গি আস্তানায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

চার বোমা নিষ্ক্রিয়

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার ভোরে পৌর এলাকার মাওনা চৌরাস্তার ওই দোতলা বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। পরে বিকেল পৌনে ৩ টার দিকে অভিযান শেষ হয়। প্রায় ১০ ঘণ্টার অভিযান শেষে আবদুর রহমান (৩৬) নামের এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আর ঘটনাস্থল থেকে চারটি তাজা বোমা জব্দ করা হয়। যদিও অভিযান শেষে বোমাগুলো নিষ্ক্রিয় করেন পুলিশের বিশেষজ্ঞ দল। অভিযানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে জানতে চাওয়া হলে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ঘটনাস্থলে আসা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার মহিবুল ইসলাম জানান, মাওনায় পুরনো জেএমবির একটি আস্তানা আছেÑ এমন গোয়েন্দা তথ্যে অভিযান চালানো হয়। ওই আস্তানায় অস্ত্র ও বিস্ফোরক পাওয়া গেছে। অস্ত্রসহ এক যুবককেও গ্রেফতার করা হয়েছে। জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা চারটি বোমা নিষ্ক্রিয় করে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট।

বাড়ির মালিক রফিকুল ইসলাম পুলিশের অবসরপ্রাপ্ত একজন হাবিলদার। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ভোরে পুলিশ আসার পর তার বাসার নিচ তলার ভাড়াটিয়া আবদুর রহমানকে আটক করা হয়। ঘণ্টাখানেক তল্লাশি চালিয়ে ওই ঘর থেকে তিনটি পিস্তল ও চারটি বোমা পাওয়ার কথা জানানো হয়। তিনি আরো জানান, আবদুর রহমান তার স্ত্রী শামসুন্নাহারকে নিয়ে দুই মাস আগে সাড়ে তিন হাজার টাকায় নিচ তলার ওই ঘর ভাড়া নেন। রহমান তখন জানিয়েছিলেন, তিনি পেশায় একজন প্রাইভেট কার চালক। স্থানীয় একটি রেন্ট-এ কারে প্রাইভেট কার চালান। বাড়িওয়ালার দেওয়া তথ্য অনুযায়ী, আটক রহমান জাকিয়াপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে। পরে পুলিশ তার স্ত্রী শামসুন্নাহারকেও আটক করে নিয়ে যায়। শামসুন্নাহার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামের ফজলুল হকের মেয়ে। তবে তাদের বিষয়ে পুলিশ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist