ক্রীড়া ডেস্ক

  ২৪ জুন, ২০১৮

ট্রাক্টরে চেপে ১৮০০ কি.মি.পাড়ি দিয়ে বিশ্বকাপে

একটি বিশ্বকাপের জন্য ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হয় দীর্ঘ চার বছর। এই অপেক্ষার প্রহর ফুরিয়ে যখন বিশ্বকাপ মাঠে গড়ায় তখন এটাকে উপভোগ করতে আয়োজনের কমতি থাকে না। প্রিয় দলের শক্তি-সামর্থ্য আর সম্ভাবনা নিয়ে চায়ের কাপে ঝড় তোলে। সাময়িক সময়ের জন্য ছিদ্রান্বেষী হয়ে প্রতিপক্ষ দুর্বলতা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। কেউ প্রিয় দলের ঢাউস আকৃতির পতাকা বানিয়ে তাক লাগিয়ে দেন। কেউবা প্রিয় দলের রঙে সং সেজে আলোচনায় আসেন। তবে সুইজারল্যান্ডের তিন সমর্থক যা করেছেন তা ব্যতিক্রমই বটে। তাইতো আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন তারা। সুইজারল্যান্ড থেকে যাত্রা শুরু করে ১৪ দিন ধরে ট্রাক্টর চালিয়ে ১৮০০ কিলোমিটার পাড়ি দিয়ে রাশিয়ায় পৌঁছেছেন তিন সমর্থক। তারা হলেন মিত জোসেফ উইয়ার, বিত স্তুদের ও ওয়ের্নার জিমারমান। ট্রাক্টরটির মালিক বিত স্তুদের। বাকি দুজন তার বন্ধু। এমন একটি যাত্রা শেষ করতে পেরে তিনি ভীষণ খুশি। এখনো তার বিশ্বাস হচ্ছে না যে তারা এমন একটি পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছেন। স্তুদের বলেন ‘আসলে এটা অবিশ্বাস্য।’

৮ জুন তারা সুইজারল্যান্ড থেকে রাশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। ২২ জুন তারা রাশিয়ায় পৌঁছান। এদিন কালিনিনগ্রাদ স্টেডিয়ামে সার্বিয়ার মুখোমুখি হয় সুইজারল্যান্ড। স্টেডিয়ামের বাইরে তারা ট্রাক্টরসহ ফটোসেশন করেন। তাদের নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে সুইজারল্যান্ডের সংবাদমাধ্যমগুলো। এরপর এই খবর ছড়িয়ে পড়ে বিশ্বময়।

মূলত এই ধরনের সমর্থকদের জন্যই বিশ্বকাপ নানা রং ছড়ায়। উৎসবের উপলক্ষকে রাঙিয়ে তোলে। তাদের আগে জার্মানির সমর্থক হুবার্থ উইর্থ ট্রাক্টরে চেপে ৩০ দিনে ২৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে রাশিয়ায় পৌঁছেছিলেন প্রিয় দলের খেলা দেখতে। তাদের পাশাপাশি মিসর ও সৌদি আরবের দুই সমর্থক সাইকেল চেপে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়ায় পৌঁছেছেন। অবশ্য মিসর ও সৌদি আরব তাদের হতাশ করেছে। গ্রুপ পর্ব থেকেই তাদের দল বিদায় নিয়েছে। অন্যদিকে হুবার্থ যেদিন রাশিয়ায় পৌঁছালেন, সেদিন তার দেশ জার্মানি ১-০ গোলে হার মানে মেক্সিকোর কাছে।

তবে স্তুদের ও তার বন্ধুদের নিরাশ করেনি সুইজারল্যান্ড ফুটবল দল। তারা যেদিন পৌঁছাল সেদিনই তারা সার্বিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ প্রশস্ত করেছে। শেষ ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। এই ম্যাচে জয় পেলে তারা চলে যাবে দ্বিতীয় রাউন্ডে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist