বরিশাল প্রতিনিধি

  ২৪ জুন, ২০১৮

বরিশালে সাধারণ মানুষের টাকায় মণীষার নির্বাচন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জনগণের দেওয়া অর্থে নির্বাচনী ব্যয় মেটানোর কথা জানিয়েছেন বাসদ মনোনীত প্রার্থী ডা. মণীষা চক্রবর্তী। এজন্য অভিনব পথ গ্রহণ করার কথা জানান বরিশাল সিটির এই প্রথম নারী মেয়র প্রার্থী। বিভিন্ন রিকশা গ্যারেজ, হোটেল ও বাসাবাড়িতে মাটির ব্যাংক দিয়ে যাচ্ছেন, সেখানে কিছু কিছু করে টাকা জমিয়ে তারা সেটা তুলে দিচ্ছেন মণীষা চক্রবর্তীর হাতে। এভাবে শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের জনগণের আর্থিক সহযোগিতা নিয়ে গঠন করছেন নির্বাচনী ব্যয়ের তহবিল।

এই উপলক্ষে গতকাল শনিবার বরিশাল নগরীর ফকিরবাড়ি দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জনগণের অর্থে নির্বাচনী ব্যয় মেটানোর এই পদ্ধতির কথা তুলে ধরেন বরিশাল বাসদের জেলা সদস্য সচিব মণীষা চক্রবর্তী। সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নির্বাচনকালে প্রার্থীরা কোটি কোটি টাকা খরচ করেন। আবার নির্বাচিত হওয়ার পর খরচের ১০ গুণ এমনকি শত গুণ টাকা লুটপাট করে তুলে নেন। তিনি আরো বলেন, ‘এসব রাজনৈতিক প্রার্থীর কাছে নির্বাচন হলো একটা ব্যবসা আর সিটি করপোরেশন হলো ব্যবসায়িক প্রতিষ্ঠান।’

তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে গণমানুষের অংশ গ্রহণের নির্বাচনী সংস্কৃতি নির্মাণ করতে চাই। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা বাসদ আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সভাপতি জোহরা রেখা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোজাম্মেল সাগর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist