প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৩ জুন, ২০১৮

সড়ক দুর্ঘটনায় নিহত ১০

সড়ক দুর্ঘটনায় চট্টগাম, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া ও ঝিনাইদহে ১০ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন। প্রতিনিধিদের পাঠানো খবর।

চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজান উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত ও ১৫জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ঢালারমুখ ফরেস্ট অফিস ও পিংক সিটির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন শিশু ও একজন বৃদ্ধ রয়েছেন। তাদের পরিচয় শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত জানতে পারেনি পুলিশ। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, বাসটি ফরেস্ট স্টেশনের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডোবায় পড়ে যায়। দুর্ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে দুইজন শিশু, আরেকজন বৃদ্ধ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

নওগাঁ : নওগাঁর সাপাহার ও বদলগাছী উপজেলায় ট্রাকচাপায় দুই আম বিক্রেতাসহ তিন জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার মাজেদ আলীর ছেলে সালাম (২৫), বদলগাছী উপজেলার মকবুল হোসেনের ছেলে লাব্বাইক (৮) ও ভোলা সদর উপজেলার বড়চর সামাইয়া গ্রামের সিদ্দিক ব্যাপারির ছেলে হিরো (৩০)।

সাপাহার থানার ওসি শামসুল আলম জানান, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোডাউনপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন আম বিক্রেতা আবদুস সালাম ও হিরো। এ সময় একটি ট্রাক চাপা দিলে তারা ঘটনাস্থলেই মারা যান। বদলগাছী থানার ওসি জালাল উদ্দিন বলেন, সকাল ১০টার দিকে কেল্লামুড়ি গ্রামে মির্জাপুর স্কুলের সামনে দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে লাব্বাইক ঘটনাস্থলেই মারা যায়।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে ভূইয়াগাঁতী নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত ও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করা হয়। নিহতরা হলেন, ঠাঁকুরগাও জেলার সৈয়দপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে জহির উদ্দিন (২০) ও আব্বাস আলীর ছেলে সিদ্দিক হোসেন (৪০)।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিদর্শক মোজাম্মেল হোসেন জানান ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইন্টারসিটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।

বগুড়া : বগুড়ার শিবগঞ্জে দুই যাত্রীবাহী কো?চের সংঘ?র্ষে অজ্ঞাতনামা (৪২) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে?ছে অন্তত আট জন। গতকাল শুক্রবার উপ?জেলার বগুড়া-রংপুর মহাসড়?কের মোকামতলায় এ দুর্ঘটনা ঘ?টে।? নিহতের নাম প?রিচয় জানা? যায়নি। আহত?দের বি?ভিন্ন হাসপাতা?লে ভর্তি করা হ?য়ে?ছে। গোবিন্দগঞ্জ হাইও?য়ে পু?লি?শের ও?সি আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত? ক?রে?ন।

ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা বাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় আবদুল মজিদ (৬৫) নামের এক সাইকেল আরোহি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। নিহত আবদুল মজিদ শৈলকুপা উপজেলার রতনপুর গ্রামের ওয়াপদার খার ছেলে। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist