নিজস্ব প্রতিবেদক

  ২১ জুন, ২০১৮

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে ২ কমিটি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এ লক্ষ্যে গতকাল বুধবার দুটি কমিটি গঠন করেছে এ বিভাগ। এর একটি হলো-এমপিওভুক্তির শর্ত পূরণ করা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রস্তুতের জন্য ‘অনলাইন অ্যাপ্লিকেশন গ্রহণ ও ব্যবস্থাপনা’ কমিটি এবং অন্যটি হচ্ছে ‘এমপিওভুক্তির জন্য বাছাই’ কমিটি। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম পর্যায়ে এক হাজার বা তার কিছু বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করবে সরকার।

অনলাইন অ্যাপ্লিকেশন গ্রহণ ও ব্যবস্থাপনা কমিটির প্রধান (সভাপতি) করা হয়েছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক মো. ফসিউল্লাহকে। এমপিওভুক্তির জন্য বাছাই কমিটির আহ্বায়ক করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মাহামুদ-উল-হককে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদ বলেন, ‘শর্ত পূরণ করা প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত হবে।’ এদিকে, গত ১০ জুন থেকে এমপিওভুক্তির দাবিতে বেসরকারি নন-এমপিও শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist