চট্টগ্রাম ব্যুরো

  ২১ জুন, ২০১৮

সমালোচনার মুখে মাইক্রোবাস পেলেন নারী ক্রিকেটাররা

ব্যাপক সমালোচনার মুখে মাইক্রোবাস পেলেন এশিয়া কাপ জয়ী নারী ক্রিকেটাররা। চট্টগ্রামে অনুশীলনে এসে লোকাল বাসে তাদের যাতায়াত করতে হয়েছিল। নারী বলে বৈষম্যের অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। সমালোচনার মুখে একদিনের ব্যবধানে পাল্টে গেল সেই চিত্র। গতকাল বুধবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের জন্য নারী ক্রিকেটাররা লোকাল বাসে গেলেও ফেরার সময় পেয়েছেন শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস।বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় শিরোপা নিয়ে সদ্য ফেরা নারী ক্রিকেটারদের লোকাল বাসে অনুশীলনে যাওয়ার ছবি ও খবর গণমাধ্যমে প্রকাশের পর ক্রিকেট বোর্ড বাহন বদলে দেয় বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।

গত ১০ জুন মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারীদের এশিয়া কাপ টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের খেলায় ভারতকে হারিয়ে শিরোপা অর্জন করে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়ে তখন উচ্ছ্বাস ছিল বিসিবি কর্মকর্তাসহ সবার মধ্যে। তখনো নারী ক্রিকেটারদের নানা বৈষম্যের শিকার হওয়ার বিষয়টি আলোচনায় এসেছিল। তার দুই সপ্তাহের মাথায় গত ১৯ জুন নারী ক্রিকেট দল চট্টগ্রামে অনুশীলনের জন্য এলে বৈষম্যের অভিযোগটি আরো জোরালো হয় তাদের বাহন দেখে।

একদিন আগে লোকাল বাসেই জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে গিয়েছিলেন নারী ক্রিকেটাররা।

বিমানে করে চট্টগ্রামে আসা এই ক্রিকেটারদের জুবিলি রোডের হোটেল টাওয়ার ইন থেকে মঙ্গলবার সকালে শহর এলাকার লক্কড়-ঝক্কড় বাসে করে অনুশীলনের জন্য সাগরিকায় স্টেডিয়ামে যাওয়া ও আসার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এরপর বুধবার সকালে হোটেল থেকে ক্রিকেটাররা আগের মতো বাসে গেলেও ফেরার সময় মাইক্রোবাসে ফেরেন। এই বিষয়ে কথা বলতে চাইলে চট্টগ্রামের কোনো ক্রীড়া কর্মকর্তা মুখ খুলতে রাজি হননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist