নিজস্ব প্রতিবেদক

  ২১ জুন, ২০১৮

জোটগত প্রার্থী দেবে ২০ দল

আসন্ন বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জোটের পক্ষ থেকে একক প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৭ জুন পরবর্তী জোটের শীর্ষ বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২০ দলীয় জোটের বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনসহ চার সিটি নির্বাচনের কর্মপরিকল্পনা এবং জোটপ্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ২০ দলীয় জোটের এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘গাজীপুরসহ চার সিটি নির্বাচনে এককভাবে কাজ করবে ২০ দল। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপির পাশে থাকার সিদ্ধান্ত হয়েছে। এই আন্দোলন ধীরে ধীরে বেগবান করার বিষয়েও আলোচনা হয়েছে।’

এ ছাড়াও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় এবং এ সভায় জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য, সাবেক ডেপুটি মেয়র খালেকুজ্জামান চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল হালিম, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, জাগপা সভাপতি রেহেনা প্রধান, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, বিএমএল সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, (অপরাংশ) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, ডিএলের নেতা সাইফুদ্দিন মনি, পিপলস লীগ মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি মহিউদ্দিন ইকরাম, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী, ইসলামিক ঐক্যজোট চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ রাকিব প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist