আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ জুন, ২০১৮

‘ভুয়া খবর’ প্রতিরোধের আলোচনায় পর্দা নামল বিশ্ব গণমাধ্যম সম্মেলনের

ডিজিটাল গণমাধ্যমের যুগে ভুয়া তথ্য ছড়ানো ও প্রপাগান্ডার বিরুদ্ধে লড়াই কীভাবে সফল হতে পারে, তা নিয়ে চার বিশেষজ্ঞের আলোচনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব গণমাধ্যম সম্মেলনের এবারের আসর। জার্মানির বন শহরে ডয়চে ভেলের উদ্যোগে আয়োজিত তিন দিনের বার্ষিক সম্মেলন গ্লোবাল মিডিয়া ফোরাম (জিএমএফ) গত বুধবার শেষ হয়।

শেষ দিনে ডয়চে ভেলে একাডেমি আয়োজিত ‘ফোর অ্যাগেইনস্ট ফেইক : মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি ইন দ্য ডিজিটাল এইজ’ শীর্ষক প্যানেল আলোচনায় চার আন্তর্জাতিক বিশেষজ্ঞ ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। ভিন্ন সংস্কৃতি, সমাজ ও দর্শক-শ্রোতার কথা বিবেচনায় রেখে ডিজিটাল গণমাধ্যম পরিসরে ‘ভুয়া সংবাদ ও প্রপাগান্ডা’র বিরুদ্ধে লড়াইয়ের পদ্ধতি দিয়ে আলোচনা করেন তারা।

‘পৃথিবীতে বৈষম্য কেন বাড়ছে? বৈষম্যের কারণেই কি মানুষ দেশান্তরী হয়? এ ক্ষেত্রে গণমাধ্যম কী ভূমিকা পালন করতে পারে?Ñ এ রকম অসংখ্য প্রশ্নের সম্ভাব্য উত্তর খুঁজতে সোমবার শুরু হয়েছিল তিন দিনব্যাপী এ সম্মেলন।

গ্লোবাল মিডিয়া ফোরামের ১১তম এই আয়োজনে সমাজে বৈষম্যের বিরুদ্ধে গণমাধ্যমের ভূমিকা প্রশ্নে সবার কণ্ঠস্বর সমান গুরুত্ব দিয়ে প্রচারের বিষয়ে একমত হয়েছেন অংশগ্রহণকারীরা। ১২০টি দেশ থেকে ২ হাজার ৩০০র বেশি নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিবর্গ, সাংবাদিক, গণমাধ্যম উদ্যোক্তা, কর্মী, এনজিও কর্মী ও ব্লগার অংশ নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist