আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ জুন, ২০১৮

এবার কিমের দেখা চান শিনজো আবে

সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বৈঠকের পর এবার কিমের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। গত মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে এ আগ্রহের কথা আবে নিজেই জানিয়েছেন। আশির দশক থেকে উত্তর কোরিয়ার হাতে আটক থাকা জাপানি নাগরিকদের ফিরিয়ে আনতে কিমের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছে আবে। বৈঠকে জাপানিদের মুক্তির বিষয়ে নিজেদের দাবি তুলে ধরার ঘোষণা দিয়েছেন তিনি। এর মধ্যে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপ হয়েছে জানিয়ে আবে বলেছেন, গত মঙ্গলবারে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ায় জাপানিদের অপহৃত হওয়ার বিষয়টি কিমকে জানিয়েছেন। আমি খুব আশাবাদী এর ভালো একটা সমাধান আমরা পাব। আমরা প্রত্যাশা করছি, খুব শিগগির জাপান উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বি-পাক্ষিক আলোচনায় মিলিত হবে। কিমের সঙ্গে বৈঠক সম্পর্কে ট্রাম্প তাকে অবহিত করেছেন বলে জানিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী। উত্তর কোরিয়া সম্পূর্ণরূপে পরমাণু নিরস্ত্রীকরণে রাজি হয়েছে উল্লেখ করে আবে বলেন, নিঃসন্দেহে কিমের সঙ্গে ট্রাম্পের বৈঠক ঐতিহাসিক গুরুত্ব বহন করে। টোকিও বৈঠকটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। এদিকে সংবাদ সম্মেলনে জাপানের মন্ত্রী পরিষদের মুখ্য সচিব ইয়োশিদে সুগা বলেছেন, অপহরণ বিষয় নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করতে টোকিও দৃঢ় সংকল্পবদ্ধ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist