নিজস্ব প্রতিবেদক

  ১২ জুন, ২০১৮

কল্পনা চাকমার খোঁজ না মেলায় ক্ষোভ

২২ বছরেও কল্পনা চাকমার সন্ধান না মেলায় ক্ষোভ জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। তারা বলেছেন, বিচারহীনতা ও আইনের শাসনের অভাবেই পাহাড়ি এই নারীনেত্রীর সন্ধান বের করা যায়নি। গতকাল সোমবার ঢাকায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘কল্পনা চাকমা অপহরণের ২২ বছর : তদন্ত রিপোর্ট প্রকাশ ও মামলার বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তারা।

হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে ১৯৯৬ সালের ১১ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় তার বাড়ি থেকে তুলে নেওয়া হয়।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের কো-চেয়ার সুলতানা কামাল বলেন, ‘২২ বছর ধরে তাকে (কল্পনা) খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারছে না। আর কত দিন এভাবে চলবে? আমরা আর কত দিন এই অবস্থা মেনে নেব?।’

মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাস পুরকায়স্থ বলেন, ‘২২ বছরে শুধু সময়ই যাচ্ছে, কিন্তু কল্পনা চাকমা নিখোঁজের হদিস মিলছে না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist