চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ২৭ মে, ২০১৮

কানসাটে আমের বাজার এখনো জমে উঠেনি

গত শুক্রবার ছিল প্রশাসনের বেধে দেওয়া আম নামানোর নির্ধারিত সময়। কিন্তু গাছে আম এখনো পাকেনি। এ কারণে নির্ধারিত সময়েও আম নামাতে পারেননি চাষিরা। ফলে চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় আম বাজার শিবগঞ্জের কানসাট বাজারে দেখা যায়নি আম। তবে, গতকাল শনিবার দুপুরে সাড়ে ১২টার দিকে কাশিয়াবাড়ির আম ব্যবসায়ী কাশিমউদ্দিন মাত্র আড়াই মণ রানি গোপাল আম বিক্রি করতে নিয়ে আসেন। প্রথমে তাকেও পড়তে হয়েছে বিড়ম্বনায়। তিনি জানান, সুস্বাদু রানি গোপাল আম গাছে পাকতে শুরু করায় বাজারে নামিয়েছেন। কিন্তু প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা দাম চেয়েও বিক্রি করতে পারছেন না। দেশের বিভিন্ন স্থান থেকে আম ক্রেতারা সঠিক সময়ে না আসায় এমন বিড়ম্বনায় পড়তে হয়েছে বলে জানান আম বিক্রেতা কাশিম। তবে আম সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, দু-এক দিনের মধ্যেই কর্মচাঞ্চল্য হয়ে উঠবে দেশের বৃহত্তর এই কানসাট আম বাজার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist